ডা. কাজী গোলাম রসুল Profile Image

ডা. কাজী গোলাম রসুল

সভাপতি



Facebook Linkedin
কাজী গোলাম রসুল এর জন্ম ঢাকায় ১৯৬০ সালের ১লা জানুয়ারী।
 
বেড়ে উঠেছেন রাজধানীর শেরেবাংলা নগর এলাকায়। বাবা কাজী গোলাম কিবরিয়া ও মাতা বজলুন নেসা
 
কাজী গোলাম রসুল শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৭৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি, ১৯৮৩ সালে স্যার সলিমউল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ২০০৪ সালে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
 
ডাঃ রসুল বর্তমানে উর্ধ্বতন পরিচালক হিসেবে আন্তর্জাতিক, সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক সংগঠন “FRIENDSHIP” এ কাজ করছেন। জনস্বাস্থ্য ও চিকিৎসা সেবায় তিনি দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ। তিনি স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্প এবং প্রোগ্রামগুলো সফল পরিচালনার মাধ্যমে ধারাবাহিকভাবে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে অবদান রেখে চলছেন। উদ্ভাবনী এবং চ্যালেঞ্জিং প্রকল্পের মাধ্যমে সম্পদ সংগ্রহসহ ডিজাইনিং এবং কাঙ্খিত ফলাফল অর্জনে তার বিশেষ ট্রাক রেকর্ড রয়েছে। 
 
তিনি অরক্ষিত ও প্রান্তিক দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার লক্ষ্যে বিশেষ অবদান রেখে চলেছেন। প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু উদ্ভাবনী আউটরিচভিত্তিক প্রোগ্রাম বিকাশ ও বাস্তবায়নে ডাঃ কাজী গোলাম রসুলের সফল ইতিহাস রয়েছে।
 
জনস্বাস্থ্য সেক্টরে তাঁর সোশ্যাল মার্কেটিং এবং ডিমান্ড সাইড ফাইন্যান্সিং মডেলের অভিজ্ঞতা রয়েছে।
 
ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি প্রায় ৪০টির বেশি দেশ একাধিকবার ভ্রমণ করেছেন। ভ্রমণের সময় তিনি শুরু থেকে শেষ পর্যন্ত আশেপাশের মানুষ, প্রকৃতি এবং পরিবেশ পর্যবেক্ষনের মাধ্যমে ভিন্ন ভিন্ন মানুষের আচরন, চাল চলন, কথাবার্তা ও সংস্কৃতি সম্পর্কে ধারনা নেন এবং উপভোগ করেন।
 
ডাঃ কাজী গোলাম রসুল ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং একমাত্র পুত্র সন্তানের জনক।