মিলাদ মাহফিল

গত (১৩/১১/২০২০)ইং রোজ শুক্রবার বিকাল ৪:৩০ ঘটিকায় শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া মাহ্ফিল।
 
৮৫ ব্যাচের সোহেল আহমেদ,৮৮ ব্যাচের মোঃ মজিবুর রহমান এবং ৯২ ব্যাচের এনায়েত উল হক সহ আরো যে সকল শিক্ষক,প্রাত্তন ছাত্র ও কর্মচারীবৃন্দ যারা আমাদের ছেড়ে চলে গেছেন,তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
 
দোয়া মাহ্ফিলে আলোচনায় অংশ নেন সোহেল আহমেদ এর ছোট ভাই রাসেল আহমেদ(ব্যাচ ৯০),মজিবুর রহমান এর বড় ভাই আতিকুর রহমান (ব্যাচ ৮৭) এবং এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সামসুল আলম ভুঁইয়া রাফি(ব্যাচ ৯২)।
 
সূচনা বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোহাম্মদ মাসুদ খান(ব্যাচ ৮৫)।মোনাজাতের পূর্বে সমাপনি বক্তব্য দেন এসোসিয়েশন এর প্রথম সহ সভাপতি জনাব শাহ আলম।
মোনাজাত পরিচালনা করেন,আগারগাঁও হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফেজ হেলাল।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু হাসনাত শিপু (৭২ ব্যাচ),এসোসিয়েশন এর সহ সভাপতি মোহাম্মদ আলী(৭৭),নাজিব খান(৮০),আবু দাউদ(৭৭),স ম সালামত উল্লাহ লোনো(৭৮) সহ ১৯৭২-২০২০ ব্যাচের শতাধিক প্রাক্তন ছাত্রবৃন্দ।

Other Activities