মাস্ক বিতরন ও জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি
করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সরকারের পদক্ষেপ অনুযায়ী দেশে করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বাধ্যতামূলক করার গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন”-এর উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। তারই অংশ হিসেবে ২০ ডিসেম্বর, ২০২০ রোজ রবিবার সকাল ১০.০০ মিনিট থেকে দুপুর ০১.০০ মিনিট পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ ও সম্মুখ সড়কে মাস্ক বিতরন কার্যক্রম পরিচালনা করে।
এই সময়ে পথচারীদের মাঝে দুই হাজার মাস্ক বিতরন করা হয়।
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন “শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন”-এই কার্যক্রমে বিদ্যালয়ের বিএনসিসি, স্কাউট এবং স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ অংশগ্রহন করেন।
কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান, অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডাঃ কাজী গোলাম রসুল, সাধারন সম্পাদক মোহাম্মদ মাসুদ খান এবং অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যগন।