শীতবস্ত্র ও কম্বল বিতরন
“শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন”-এর উদ্যোগে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র ও বিতরন করা হয়। অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা নিজেদের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে দুস্থ মানুষ ও মাদ্রাসার ছাত্রদের মাঝে এই সেবা পৌছে দেয়।
প্রথম পর্যায়ে ২৬শে ডিসেম্বর ২০২০ রোজ শনিবার সকাল ০৯.০০ মিনিট থেকে দুপুর ১২.০০ মিনিট পর্যন্ত কুড়িগ্রাম জেলার চিলমারির প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের পাশে শীত উপহার পৌছানো হয়। এই সময়ে শীত উপহার হিসেবে প্রায় ১৫০টি কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরন করা হয়। চিলমারী’র অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত উপহার পৌছে দিতে পেরে অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডাঃ কাজী গোলাম রসুল, সাধারন সম্পাদক মোহাম্মদ মাসুদ খান সহ এসোসিয়েশনের সকলেই আনন্দিত। পাশাপাশি অন্যান্য সেবামূলক সংগঠন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিবর্গকে এই সকল অসহায় ও শীতার্ত মানুষের পাশে নিজেদের সাধ্যমতো সহায়তা পৌছে দেওয়ার জন্য আহবান জানান।
সরজমিনে চিলমারি উপজেলার স্থানীয় দুস্থ মানুষের অবস্থা বিবেচনা করে দ্বিতীয় পর্যায়ে ১৪শে জানুয়ারি, ২০২১ পুনরায় ১০০টি কম্বল বিতরন করা হয়।
চিলমারী’র এই কার্যক্রমে সরাসরি বাস্তবায়নে সরাসরি অংশ নেন তোফাজ্জল হোসেন মুন্নু, মোঃ আশিকুর রহমান বাপ্পি, ফয়সাল ও ফয়জুল্লাহ খান। সম্পূর্ণ কার্যক্রমকে সাফল্যমন্ডিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন- মোহাম্মদ খুরশিদ উল আলম সোহেল, মোহাম্মদ সামছুল আলম ভূঁইয়া রাফি, এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, মোঃ মাসহুরুল হক রাজন, মোহাম্মদ আলী রিমন প্রমুখ।
তৃতীয় পর্যায়ে ২৭শে জানুয়ারি, ২০২১ ইং তারিখে অ্যালামনাই এসোসিয়েশন কার্যালয়ে শীত উপহার হিসেবে শেওড়াপাড়া ইকরা মাদ্রসার অধ্যক্ষের হাতে কিছু কম্বল তুলে দেন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ খান। সে সময় অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ উল ইসলাম সোহেল, কোষাধ্যক্ষ সামসুল আলম ভুইয়া রাফি, দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম উত্তম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান বাপ্পী, সহ সাংগঠনিক সম্পাদক মাশুরুল হক রাজন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী রিমন এবং শীত বস্ত্র বিতরণ উপ কমিটির আহবায়ক তোফাজ্জল হোসেন মুন্নু।