আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলী, ২০২১
২১শে ফেব্রুয়ারি ২০২১, সকাল ৯.৩০ ঘটিকায় ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন বিদ্যালয় প্রাঙ্গনের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। উক্ত সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং তারা অ্যালামনাই এসোসিয়েশনের এই উদ্যোগকে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান।
অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশীদ উল আলম সোহেল, দফতর সম্পাদক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হাসান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী রিমন এবং '৮৫ ব্যাচের তোফাজ্জল হোসেন মুন্নু।